বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বিরামপুর থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল, শনিবার, সকাল সাড়ে ১০ টায়, দিনাজপুর জেলার বিরামপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার এসপি মারুফাত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন।