‎রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদরাসা ভবনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে এ ঘটনায় মাদরাসার তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

আহতরা হলেন-মাদরাসার পরিচালক শেখ আল আমিন,আছিয়া বেগম, উমায়েত ও আব্দুল্লাহ।

এ বিষয়ে ঢাকা জেলার এসপি মিজানুর রহমান বলেন, একটা মাদরাসায় বিস্ফোরণের পর কয়েকজন আহত হয়েছেন। মাদরাসার রুমগুলোতে বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা বোম বানানোর কিছু সরঞ্জাম উদ্ধার করেছি। বোম্ব ডিসপোজাল ইউনিট সহ কয়েকটি সংস্থা কাজ করছে। এ ঘটনায় আমরা আরও বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

এদিকে গতকাল শনিবার বিকালে সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, উন্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মাদরাসার পরিচালক আল-আমিনের স্ত্রী আছিয়া, তার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার এবং আসমানি খাতুনকে গ্রেফতার করা হয়েছে।