লক্ষ্মীপুর সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক পরিবহন লক্ষ্মীপুর জেলা সভাপতি ও সদর উপজেলার শাকচর ইউনিয়নের সাবেক মেম্বার জাকির হোসেন সবুজ (৫১) গত শুক্রবার ১৪ মার্চ সকাল ১১টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে তিনি মস্তিষ্কের রক্ত ক্ষরণ জনিত কারণে উক্ত হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী, জেলা সেক্রেটারি মাষ্টার মমিনুল হক, সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া সহ নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে জননন্দিত এই নেতাকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শাকচর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, সহ সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।