গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুর মহানগরীর বাসন থানায় এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আয়োজিত এ মিছিলটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শফিউদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ হারুনুর রশীদ। এছাড়াও মাওলানা আকরামুল ইসলামসহ মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নির্বাচনী মিছিলটি বাসন থানার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা শাহ আলম বকশির পক্ষে ভোট চেয়ে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিকল্প শক্তি হিসেবে জামায়াত মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শাহ আলম বকশিকে বিজয়ী করতে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। তারা আরও বলেন, জনগণের রায়ই হবে পরিবর্তনের প্রধান হাতিয়ার।

নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে।