আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘি-দুপচাঁচিয়া (বগুড়া-৩) আসনে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদমদীঘিদুপচাঁচিয়া নিয়ে গঠিত (বগুড়া-৩) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে জনপ্রিয় নেতা আব্দুল মহিত তালুকদারকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই এই এলাকায় নেমে এসেছে রাজনৈতিক উত্তাপ, উচ্ছ্বাস ও আশা ভরসার এক নতুন ঢেউ। তৃণমূলে কর্মী সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মনোনয়ন আসন্ন জাতীয় নির্বাচনের সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। মনোনয়নে ঘোষণায় তৃণমূলে দেখা দিয়েছে উচ্ছাস মিছিল, শোডাউন, অভিনন্দন জানানোর আমেজ। মনোনয়ন খবর ছরিয়ে পড়তেই দুপচাঁচিয়া, আদমদীঘি, সান্তাহার, ছাতিয়ানগ্রাম নশরতপুর, কালাইকুড়ি, কুন্দগ্রাম, চাঁপাপুরসহ পুরো এলাকায় শুরু হয় আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারাদিন ধরে তাঁর কার্যালয়ে ভিড় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।