বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। এতে উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শামসুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেনসহ উপজেলার সার ও বীজ ডিলাররা উপস্থিত ছিলেন। এছাড়া সার ও বীজের ডিলার মো. আবুল হোসেন, প্রবীর মিত্রসহ বিভিন্ন ইউনিয়নের ডিলাররা সভায় অংশ নেন।