স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২৩ কার্যকর হওয়ার পর গাজীপুরে প্রথমবারের মতো এ আইনে মামলর রায়া বাস্তবায়ন হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিযানে নেতৃত্ব দিয়ে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে জমির মূল মালিক শেখ শাহ জামালকে দখল বুঝিয়ে দিয়েছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কায়সার খসরু জানান, এ হলো দেশে এ আইনে প্রথম রায় যা কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে। আইনের নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে মামলার রায়ে ন্যায় বিচার পেয়ে জমির মালিক সন্তোষ প্রকাশ করেছেন।
মামলার নথি অনুযায়ী, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পশ্চিম ভুরুলিয়া এলাকার মৃত শেখ হাদু রহমানের ছেলে শেখ শাহ জামাল ১৬ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, মো: সিরাজুল ইসলাম, মো: পারভেজ মিয়া, মো: পলাশ মিয়া ও মো: আলাউদ্দিন বাদীর জমি অবৈধভাবে দখল করেছেন। আদালতের তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার পর প্রমাণিত হয়, জমির আসল মালিক শেখ শাহ জামাল আইন অনুযায়ী দখলের অধিকারী।
আদালত ২০ জুলাই বিবাদীদের ১৫ দিনের মধ্যে জমি ছাড়ার নির্দেশ দেয়, নাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। আদেশ অমান্য করায় ২০ আগস্ট গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় ইশতিয়াক আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয় এবং জমি মূল মালিকের নিকট হস্তান্তর করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চলাকালে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
জমি ফিরে পাওয়ার পর শেখ শাহ জামাল বলেন, “আমি গত দুই বছর ধরে আমার জমি ফিরে পেতে চেষ্টা করছিলাম। আদালত ও জেলা প্রশাসনের নিরপেক্ষ সহযোগিতায় শেষমেশ দখল পুনর্বহাল করতে পেরেছি। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, “আদালতের আদেশ অনুযায়ী শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে এবং এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।”