নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের আপোষহীন নেতা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গত মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
গত ৭ আগস্ট রাত ৮ টায় গাজীপুর বাসান এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন। মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
মামলার বাদী তানভীর সিরাজ মামলার পর গণমাধ্যমকে বলেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এনসিপি নেতা সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরইমধ্যে জিএমপি কমিশনার এ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করেছেন। সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তিনি বলেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি।” এদিকে এডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য ও সারজিস আলমের নামে গাজীপুরে মামলা করার প্রতিবাদে কিশোরগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ বুধবার (১৩ আগস্ট) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ বলেন বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে এমন দিনে আপনাদের, সামনে আমরা হাজির হয়েছি যখন বিপ্লবের এক বছরের মাথায়ই বিপ্লবীদের কে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যেই মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিববাদের সৈনিক যে কিনা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে পরিচিত এড. ফজলুর রহমান যার প্রতিটা কথায় আওয়ামী ফ্যাসিবাদের কন্ঠ শোনা যায়। যে কিনা আমাদের ছাত্র জনতার বিপ্লবকে স্বীকার তো করেই না বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার সহ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের জমিনে আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিবাবাদী শাবককে আমরা মেনে নিবো না। আমরা এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর এই মুখোশধারী মুজিবাবাদী শাবককে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন।