মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সহযোগী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে শনিবার আধার ইউনিয়নের মিনাবাজার কমিনিউটি সেন্টারে ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩(সদর- গজারিয়া) আসনের সংসদ সদস্য প্রর্থী প্রফেসর মো আবু ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য মো আরশাদ আলী ঢালী, মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার, সেক্রেটারি মো: মজনু দেওয়ান উপজেলা কর্মপরিষদ সদস্য ডা: মো মনির হোসেন প্রমুখ। জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার আবু ইউসুফ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে অধিকারের জন্য আন্দোলন করতে হবে না। সবাইকে যার যার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিগত সময় জামায়াত ইসলামের যারা দায়িত্ব পালন করছেন। তারা কেউ এক টাকার দুর্নীতি করেন নাই। এবারও যদি জামায়াত ইসলামকে ভোট দিয়ে সংসদে পাঠানো হয় তাহলে কোন ধরনের দুর্নীতি কারো উপরে জুলুম করা হবে না।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সহযোগী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে
Printed Edition