ধারাবাহিক সাফল্যের পথ ধরে আবারও বিশ্বমঞ্চে উজ্জ্বল উপস্থিতি নিশ্চিত করলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ গাকৃবি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে শীর্ষে এবং গবেষণার মানদ-ে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম অবস্থানে রয়েছে যা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের জন্য এক যুগান্তকারী মাইলফলক। সার্বিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে গাকৃবি ৮০১-১০০০তম গৌরবময় অবস্থানে রয়েছে।

টিএইচই-এর এ মূল্যায়নে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি প্রধান সূচকের অধীনে ১৩ থেকে ১৮টি উপমানদ- অনুসরণ করা হয়। এবারের র‌্যার্ংঙ্কিংয়ে বিশ্বের ১১৫টি দেশের ২১৯১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের মোট ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পায়, যার মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সব সূচকে উৎকর্ষ প্রমাণ করে শীর্ষস্থান ধরে রাখে।