শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে শিবালয় উপজেলার ইছাইল উথলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শিবালয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স নাভান এন্টারপ্রাইজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান মালিক পক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।