নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আশ্রয়ন প্রকল্পের পাশের মসজিদ পুকুরে ডুবে মারুফ (৭) ও মাছুম (৫) নামের দুই সহোদর ভাই মারা গেছে। সম্প্রতি চর এলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর আশ্রয়নের বাসিন্দা কৃষক মাসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করেন কৃষক মাসুদ। দুপুরে খেলার সময় মাসুদের দুই শিশু ছেলে মারুফ ও মাছুম বাড়ির অদূরে মসজিদ পুকুরের পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মসজিদ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফউজুল আজীম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।