লক্ষ্মীপুর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এবার জনগণ ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেবে। আগামীদিনে সত্য ও সৎ মানুষরাই সরকার গঠন করবে। ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশের রাষ্ট্রনায়কের নেতৃত্ব দেবেন ডা. শফিকুর রহমান। গত রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, নারী-পুরুষ ও পথচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট চান লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ড. রেজাউল করিম। এ সময় লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
এবার জনগণ ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেবে --ড. রেজাউল করিম
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন