স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর পরিবেশেÑএ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি গাজীপুরের বিশেষ সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময় গুজব ছড়ানো হলেও আমাদের সাংবাদিকরা সত্য প্রকাশ করায় সেই গুজব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সমাজে দুর্নীতি ও মাদক এখন সবচেয়ে বড় দুটি সমস্যা। এ দুই সামাজিক ব্যাধি রোধে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সচেতনতা প্রয়োজন। মাদক এখন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই পরিবার ও সমাজÍসবার অংশগ্রহণ ছাড়া এটি মোকাবিলা করা সম্ভব নয়, বলেন তিনি।
গাজীপুরের বাস্তবতায় তিনি উল্লেখ করেন, এটি একটি বৃহৎ শিল্প এলাকা, যেখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ রোজগারের জন্য আসে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ঝুট ব্যবসা ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কাজ করছে।
তিনি জানান, গাজীপুরে পুলিশ সংকট থাকলেও অতিরিক্ত সাড়ে ছয়শত সদস্য ইতোমধ্যে যোগ দিয়েছে এবং নির্বাচনের সময় আরও পুলিশ মোতায়েন করা হবে।