বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের মনোনয়নপ্রার্থী ডা. মাজহারুল আলম বলেছেন, “বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্রের জন্য। দেশে যদি নির্বাচন না থাকে তবে গণতন্ত্র টিকে না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটে। বিএনপির লক্ষ্য হলো দেশের নাগরিকদের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”

তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে সিটি করপোরেশনের কেন্দ্রীয় গোরস্থান মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওই লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে যে রাষ্ট্র কাঠামো ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাবনা উপস্থাপন করেছেন, তা তুলে ধরা হয়।

ডা. মাজহারুল আলম বলেন, “দেশে যখন নির্বাচন হয় না, তখন ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, খারাপ শাসন জেঁকে বসে, আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নির্বাচনের ক্ষেত্রে নানা ষড়যন্ত্র হয়েছে, নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছে। গণতন্ত্রের সফল প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই বিএনপি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

সভায় আরো উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি, মোঃ হাবিবুর রহমান, আব্দুর রহিম মোল্লা, বিএনপি নেতা, নূর হোসেন রনি প্রমুখ।