ফেনী সংবাদদাতা : ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রীজ সংলগ্ন হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মহাসড়কের লেমুয়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে ঢালাই শ্রমিক বোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়।

জানাগেছে তারা সবাই ফেনী শহরের উত্তর সহদেবপুরে ভাড়া থাকে। নিহতদের বাড়ি উত্তরবঙ্গে বলে জানাগেলেও এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।