আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬-কে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে তিনি জানান, পুলিশ প্রশাসন ১০০ শতাংশ নিরপেক্ষ অবস্থানে থাকবে এবং যেকোনো অশান্তির স্রষ্টাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের চাবি বুঝে নিন।”
গ্রাম-গঞ্জ-শহর
আগৈলঝাড়ায় নির্বাচন ও গণভোট হবে নিরাপদ॥ পুলিশ থাকবে নিরপেক্ষ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬-কে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন