বগুড়া অফিস: বগুড়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের ঘুমন্ত চালক নিহত ও এক হেলপার আহত হয়েছেন। সম্প্রতি জেলার বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মহাস্থান নাগরকান্দী (হাতিবান্ধা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মনির হোসেন (২৮) পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। াঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালক মনির হোসেন দূর্ঘটনার সময় ঘুমাচ্ছিলেন। তাই হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। পিছনের ট্রাকের ধাক্কায় সামনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন ভেতরে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারিমুল হাসান ধুনট : বগুড়ার ধুনটে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিক নান্দিয়ার পাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দেড় বছরের শিশু সাদিককে সঙ্গে করে ধামাচামা গ্রামে বাবা মিন্টু আকন্দের বাড়িতে বেড়াতে আসে। সেখানে যাওযার পরে শিশু সাদিক অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে থাকে। এসময় সবার অজান্তে হামাগুড়ি দিয়ে সাদিক বাড়ির পাশেই বাঙালি নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোজাখুজির এক একপর্যায়ে স্থানীয়রা সাদিককে নদীর পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুর উপজেলায় গলা ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী সুবর্ণা আকতার (১৪) আতœহত্যা করেছে বলে জানা যায়।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার একই গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ও লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার পর থেকে সুবর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বড় বোন অন্য ঘরের দরজা-জানালা বন্ধ দেখে সন্দেহ হলে ডাকা ডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে তাকিয়ে দেখেন সুবর্ণা বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাশী ইউনিয়নের লালকের কাসটিলা গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ২৭ জুলাই বিকেল ৫টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুলাই) দুপুরে মৃত্যুবরণ করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনায় সম্পৃক্ত কাউকে এখনও আটক করা যায়নি তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পাইকগাছা : পাইকগাছা পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল আল-মদিনার ২৮ নম্বর কক্ষ থেকে শেখ বদরুজ্জামান (৬৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হোটেল আল-মদিনার ম্যানেজার জসিম খান জানান, মৃত বদরুজ্জামান আশাশুনির দরগাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি প্রায় ৮-৯ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে হোটেলের ২৮ নম্বর কক্ষে ভাড়া থাকতেন। হোটেল ম্যানেজার গত শনিবার রাত ১১টায় শেষবারের মতো বদরুজ্জামানের সঙ্গে কথা বলেন। রবিবার সারাদিন তাকে রুম থেকে বের হতে দেখা যায়নি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তার ভাইপোকে ফোন করে এবং থানায় খবর দেয়।