মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উদ্দেগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার ইউনিয়নের মহেশপুর সর্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী সদর।উপজেলার আমীর নুরুল আমিন সিকদার সেক্রেটারি মো মজনু দেওয়ান, বাংলা বাজার ইউনিয়ন সভাপতি মো আব্দুর রাজ্জাক সেক্রেটারি মো শহপরান বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত থেকে ব্যবস্থাপত্র প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন সিনিয়র কনসালটেন্ট ডা: সুজন শরিফ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: আনিসুর রহমান।বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডা : ফারজানা করিম লায়লা। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা মহিউদ্দিন সরকার, ডা: শাহরিয়ার প্রমুখ। আমাজনে ছিলেন মো: তানজিল হোসেন,মো: আআব্দুল্লাহ মো: তাহের, আবু সাঈদ প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
মুন্সীগঞ্জ জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উদ্দেগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
