জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, কোনো জাতির ভাগ্য আল্লাহ কখনো পরিবর্তন করে দেন না, যতক্ষণ না সে তার ভাগ্যের পরিবর্তন চায়। আমরা এখন যদি আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে। এজন্য আমাদের পবিত্র আমানত ভোট সঠিক ও যোগ্য মানুষকে দিতে হবে। বর্তমানে একটি আওয়াজ উঠেছে, সুর উঠেছে যে, ‘সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা দেখবো এইবার’। সারা বাংলাদেশেই এখন এই সুর উঠেছে।

তিনি গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়ার জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজসেবী মোয়াজ্জিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, এডভোকেট নজমুল হুদা, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আবু বকর, অজিৎ দত্ত, মো. সালিক খান, মাহমদ আলী, বিকাশ কুমার, সালাম খান, জায়েদ খান, মনসুর হুসেন খান, জিল্লুর, সুমন আহমেদ চৌধুরী, আলামিন খান ইমন, সাইদুর রহমান খান ও পংকি মিয়া প্রমুখ।