ধুনট সংবাদদাতা: বগুড়ার ধুনটে উচ্চ আদালতের জারিকৃত মামলা সংক্রান্ত একটি নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আতিকুর রহমান নামের এক গ্রাম পুলিশ। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কদলাপাড়া গ্রামের মৃত আবু কালামের ছেলে এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহল্লাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার সকালে তিনি মারধরের শিকার হন। জানা যায়, ইউনিয়নের হেউটনগর খাজার মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম রহমানের দায়ের করা এনজিআর ৫৩/২০২৫ (ধুনট) মামলার একটি নোটিশ জারি করে উচ্চ আদালত। জারিকৃত নোটিশে ওই মামলার বিবাদী হেউটনগর কোদলাপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে রাশেদ রানা ও রাসেল আহম্মেদ। ঘটনার দিন গ্রাম পুলিশ আতিকুর রহমান মামলার নোটিশ নিয়ে মামলার বাদী শামীম রহমানের বাড়িতে যান। শামীম রহমান বাড়িতে না থাকায় নোটিশটি তার বাবা আব্দুল মজিদকে দিতে চাইলে তিনি নোটিশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে আতিকুর রহমান নোটিশটি বাড়ির দেয়ালে টাঙিয়ে একটি ছবি তোলেন। ছবি তোলার পর আব্দুল মজিদ, জামিলা বেগম ও বিউটি খাতুন যোগসাজশে গ্রাম পুলিশ আতিকুর রহমানকে আকস্মিকভাবে মারধর করেন এবং ডিউটিরত পোশাক ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন জানান, এ ঘটনা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন জানান, বিষয়টি আমি অবগত আছি। আইনি সহায়তার জন্য ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় গেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
ধুনটে আদালতের জারিকৃত নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার গ্রাম পুলিশ
বগুড়ার ধুনটে উচ্চ আদালতের জারিকৃত মামলা সংক্রান্ত একটি নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন