লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে এক কৃষকের কাটা ধানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ৯৬ শতাংশ জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের সামা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সত্যরঞ্জন দাস। তিনি ওই গ্রামের সুবল চন্দ্র দাসের ছেলে এবং পেশায় কৃষক। এ ঘটনায় তিনি বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সত্যরঞ্জন দাস জানান, কয়েক দিন আগে তিনি ৯৬ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক পাঁচটার দিকে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, জমিতে রাখা সব ধান আগুনে পুড়ে গেছে।

সত্যরঞ্জন দাস বলেন, “অনেক ধারদেনা করে ধান চাষ করেছি। ধান কাটার পর বাড়িতে নেওয়ার আগেই রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এতে আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে—এ বিষয়ে কিছুই জানতে পারছি না।”

তিনি আরও বলেন, ধান পুড়ে যাওয়ায় তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এই ফসলের ওপর নির্ভর করেই পরিবারের খরচ ও ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল।

খবর পেয়ে রামগতি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।