৪০ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) ক্সেলশিওল সুজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সিইপিজেডের প্রবেশপথে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানান, যারা তাদের প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন তাদেরকেই ছাঁটাই করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা ৩ দিন ধরে বিক্ষোভ করছেন। কিন্তু মালিকপক্ষ সাড়া দিচ্ছে না।
জানা গেছে, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রমিক ছাঁটাইয়ের জেরে টানা দুই দিন বিক্ষোভের পর রোববার বিকেলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে এক্সেলশিওর সুজ কর্তৃপক্ষ। সোমবার সকালে প্রায় দুই হাজার শ্রমিক কারখানা বন্ধ দেখতে পেয়ে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ইপিজেড মোড়ে এসে সকাল সাড়ে ৯ টার দিকে সড়ক আবরোধ করে। এতে গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনে সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, ‘এক্সেলশিওর সুজ কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।’
তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৪০ জন শ্রমিককে বেপজা আইন অনুযায়ী সকল পাওয়া বুঝিয়ে দিয়ে চাকরিচ্যুত করে এক্সেলশিওর সুজ কারখানার। চাকরিচ্যুত শ্রমিকেরা বাকি শ্রমিকদের সঙ্ঘবদ্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান বলেন, কারখানার নিয়ম না মানায় যাদের ছাঁটাই করা হয়, তাদের বেতনও দিয়ে দেয়া হয়েছে। এরপরও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
অপরদিকে জিহাং মেডিকেল প্রোডাক্ট লিমিটেড নামের একটি কারখানায় ১৬ জন ছাঁটাইকৃত শ্রমিককে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় শ্রমিকরা। তবে, জেডব্লিউ এ্যাপারেলস লিমিটেডে ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিকেরা সোমবার সকালে কাজে যোগদান করে উৎপাদন কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ, শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ এক্সেলশিওর সুজ কারখানার শ্রমিকেরা। রোববার সকালে জে ডাব্লিউ অ্যাপারেলসেও শুরু হয় বিক্ষোভ। ব্যস্ততম সিইপিজেড মোড়ে গত দুই ধরে দফায় দফায় সড়ক অবরোধের ঘটনা ঘটে।