পাবনা সংবাদদাতা : পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে পাবনা আমিনুদ্দিন স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন খেলাধুলা মনকে উৎফুল্ল রাখে এবং যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। যুব সমাজকে খেলাধুলায় মনোযোগ বৃদ্ধি করানোর জন্য সমাজের বিত্তবানদের খেলায় পৃষ্ঠপোষকতা প্রদানের আহ্বান জানান।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। দিনাজপুরের বিরামপুরসহ আশপাশের ৬টি উপজেলা থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।
দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহিনুর রহমান, কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আনোয়ার কবির উজ্জ্বল প্রমুখ।