গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : সৎ ও খোদাভীতির নেতৃত্বে বৈষম্যহীন একটি রাষ্ট্র তৈরি করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ১ আসনের (গৌরনদী- আগৈল ঝাড়া) নির্বাচনী এলাকায় প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, খানজাপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি এ সময় বলেন।
আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর শিক্ষক সমাজ, আপনারাই পারেন একটি ন্যায় ইনসাফ পুণ্য সমাজ রাষ্ট্র সুশিক্ষায় শিক্ষিত জাতি তৈরি করে একটি আধুনিক বাংলাদেশ উপহার দিতে। তিনি আরো বলেন একটি দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের তাই আসুন আমরা সকলে মিলে সৎ খোদাভীরু নেতৃত্বের মাধ্যমে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দিব। ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওলামা বিভাগ সেক্রেটারি ও গৌরনদী উপজেলার সাবেক নায়েবে আমির মাওলানা জাকির হোসেন, খানজাপুর ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য সব্যসাচী, সাংবাদিক বেলাল হোসেন ও জামায়াত নেতৃবৃন্দ।