কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা :

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় জিঞ্জিরার জনি টাওয়ার এলাকায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এবং পরে কদমতলী গোলচত্বর এলাকায় এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের এ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। দিনটিকে তারা ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছেন।

ঢাকা জেলা নায়েবে আমির অধ্যাপক শাহিনুর রহমান বলেন,“আজকের এই কালো দিবস আমাদের জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ন্যায় ও সত্যের পথে যারা সংগ্রাম করেছেন, তাদের রক্ত ও ত্যাগকে আমরা কখনো বৃথা যেতে দেব না। অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শুধু একটি কর্মসূচি নয়—এটি ন্যায়ের প্রতিষ্ঠার অঙ্গীকার।”

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও নেতাকর্মীদের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উল্লাপাড়া থানা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।

উল্লাপাড়া উপজেলা জামায়তের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ড.মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর আমির আব্দুল করিম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা সাদ্ প্রমুখ।

দেবহাটা (সাতক্ষীরা)

২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা জামায়াত অফিসের সামনে এসে শেষ হয়।

এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। তিনি বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সাল জাতির ইতিহাসে এক কালো দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

স্থানীয় দারুল ফোরকান ট্রাস্টে অনুষ্ঠিত সমাবেশ উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা নুরুন নবী প্রধান, উপজেলা নায়েবে আমীর আব্দুল বারী, উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারী মাজহারুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা কর্তৃক শহরের মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সদর উপজেলা আমীর মাও কারী নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বক্তব্য রাখেন মাও নাজমুল ইসলাম, এমপি প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, অধ্যাপক কাজী মো সাইফুল্লাহ, ফাইজুল হক উজ্জ্বল, খালেদ হাসান জুম্মন, আনোয়ার হোসেন প্রমুখ।

হিলি

হিলি চারমাথা মোড়ে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর ৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত ও জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।

বাগমারা (রাজশাহী)

২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগমারা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে তৎকালীন সন্ত্রাসী আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্তৃক লগি, বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচারের দাবিতে জামায়াতের শত শত কর্ম ও নেতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। গোডাউন মোড়ে মিলিত মিছিলটি উপজেলার ভবানীগঞ্জ পূর্ব প্রান্ত হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্প কলা একাডেমিতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলের নেতৃত্ব দেন, রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আলহাজ ডা: আব্দুল বারী সরদার।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় ওই সমাবেশের আয়োজন করে জামায়াতের রূপগঞ্জ উপজেলা জেলা শাখা।

বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গলখালী বেবি স্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান।

চৌগাছা (যশোর)

শহরের প্রেসক্লাব চত্তরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ শেষে শহরে একটি মিছিলে করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও নুরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, সহকারী সেক্রেটারি রহিদুল খান, সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা তুহিনুর রহমান, যুব বিভাগের নেতা শাহ আলম প্রমুখ। সমাবেশ শেষে হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাদুল্লাপুর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. এরশাদুল হক ইমন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই নারকীয় হত্যাযজ্ঞে যারা ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছিল, ইতিহাসে তারা কলঙ্কিত থাকবে। শহীদদের রক্ত বৃথা যায়নি—তাদের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

দাউদকান্দি (কুমিল্লা)

পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর শাখার ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা বিল্লাল মিয়াজী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুজ্জামান বাহলুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,দাউদকান্দি পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া,উপজেলা আইন সম্পাদক মোকলেছুর রহমান,এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ হামিদ কাউন্সিলর, কাউসার আলম, রেজাউল হক, তৌফিক ইসলাম,শাহাদাত মোল্লা ও নাসির উদ্দিন প্রমুখ।

সীতাকু- (চট্টগ্রাম)

সীতাকু- উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাবেক কমিশনার মু. তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, চট্টগ্রাম উওর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুল জব্বার।

বিশেষ অথিতি ছিলেন, সীতাকু--৪ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

এসময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম, খোরশেদ দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকা-ের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।

বিক্ষোভ সমাবেশের শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।

দেওয়ানগঞ্জ (জামালপুর)

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজি আতিকুর রহমান, এ্যসিটেন্ট সেক্রেটারি আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন হোসেন, পৌর আমির হাফেজ আতিকুর রহমান, চিকাজানি ইউনিয়ন শাখার আমির মাওলানা জয়নুল আবেদিন কাদেরী প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

বীরগঞ্জ (দিনাজপুর)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি ও সমাজ সেবক,সাবেক ছাত্রনেতা জননেতা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সম্মানিত সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সহ সেক্রেটারি মো হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে-ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা একে এম কাওসার হোসেন।

ফেনী

শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহর জামায়াতের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন দলটির জেলা আমীর মুফতি আব্দুল হান্নান।

শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ ও মাওলানা মাহমুদুল হক।

সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ,ছাত্রশিবির ফেনী শহর সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল।

রাজারহাট (কুড়িগ্রাম)

জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় প্রধান অতিথীর বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ শাহাজালাল সবুজ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের রাজার হাট উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, ছাত্র শিবিরের সুজন মিয়া প্রমুখ।

লালমনিরহাট

লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর - রংপুর অঞ্চলের ইউনিট সদস্য ও সাবেক আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন, সহকারী সেক্রেটারি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা, লালমনিরহাট জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল্লাহ ইবনে সমশের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দায়িত্বশীল মোঃ আলী আজম ও সূরা সদস্য, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল প্রমূখ। বক্তাগন বলেছে, ভয়াবহ ২৮ অক্টোবর এই দিনে ৭ শহীদের হত্যার বিচারসহ বাংলাদেশের সকল হত্যার বিচার করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দূর্নীতি মূক্ত সরকার গঠনে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে। একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আহবান জানিয়েছে। সেই সাথে যে কোন আন্দোলনে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহবান জানান। উক্ত অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটমহল চত্বরে পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার ২৮ শে অক্টোবর সকল খুনিদের বিচারের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চলনায় ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য এবং জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক (কাজল)।

গৌরনদী (বরিশাল)

গৌরনদী বাস স্ট্যান্ড সম্মুখে উপজেলা আমির মাওলানা আল আমিন এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য বরিশাল ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম খান, সভায় বক্তব্য রাখেন বরিশাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটার প্রফেসার সাইফুল ইসলাম, বরিশাল ওলামা বিভাগের সেক্রেটার মাওলানা জাকির হোসেন, গৌরনদী পৌর আমীর হাফেজ মাওলানা হাফিজুর রহমান উপজেলা সেক্রেটারি বাইজিদ শরীফ ও উপজেলা সহ সেক্রেটারি রুহুল আমিন সবুজ প্রমুখ সমাবেশ শেষে মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড মসজিদ থেকে শুরু করে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াত কাযার্লয় এসে শেষ হয়।

গজারিয়া

উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব নাসির উদ্দীন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শুরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য জনাব শাহজাহান সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব সুরুজ মাস্টার, গজারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ হেলালী, ইসলামী ছাত্র শিবির গজারিয়া উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল রিফাত এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির সহ উপজেলা জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেরানীহাট (বান্দরবান)

উত্তর সাতকানিয়া সাঙ্গু থানা আমির মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সুরা সদস্য ও সাঙ্গু সাংগঠনিক থানা সাবেক আমির আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দিন, দোহাজারী পৌরসভা আমির জমির আদনান, বাংলাদেশ জামায়াতে ইসলামি কেরানিহাট শাখা সেক্রেটারি মাওলানা আবদুল মালেক।

গাইবান্ধা

গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতের সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, শহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, শিবির সদর উপজেলা সভাপতি সোহেল রানা, শহর সভাপতি ফারহান সাদিক, শহর সেক্রেটারী আবু হাসান, সদর উপজেলা সেক্রেটারী নুরুন্নবী সরকার, সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা শাহীন মাহমুদ প্রমুখ।

সোনাগাজী (ফেনী)

সোনাগাজী কেন্দ্রিয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন চেয়ারম্যান, পৌর আমীর মাওলানা মোহাম্মদ কালিম উল্যাহ, উপজেলা সেক্রেটারী মাষ্টার বদরুদ্দোজা, পৌর সেক্রেটারী মোহাম্মদ মোহসিন ভূঁঞা ও সাবেক কাউন্সিলর আবদুল মান্নান প্রমুখ।