নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের জলঢাকা-পাগলাপীর মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় হতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ভেলারপাড়া গ্রামের এক মহিলা ঘাস কাটতে গেলে বাশঁঝাড়ে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।

লাশটির পরিচয় সনাক্ত হয়নি। লাশটির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হবে। লাশটি মুসলিম, তার পড়নে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচর হতে ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করে পুলিশ । কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন মৃত্যুর কারণ ও পরিচয় সনাক্ত হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।