জাতীয় বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি) ও সিটি কলেজ অব নিউইয়র্ক (সিসিএনওয়াই)-এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা অ্যানালিটিক্স, জলবায়ু পরিবর্তন, রিমোট সেন্সিং ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে যৌথভাবে কাজ করবে।

পাশাপাশি অনলাইন ট্রেনিং, জয়েন্ট ডিগ্রি প্রোগ্রাম, গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমও পরিচালিত হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সিসিএনওয়াই প্রেসিডেন্ট ভিনসেন্ট বউড্রেউসহ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ উদ্যোগ ভূগোল, পরিবেশ, জনস্বাস্থ্য, বিজ্ঞান, বাণিজ্য ও সামাজিক বিজ্ঞান শিক্ষায় নতুন গবেষণার সুযোগ তৈরি করবে।

প্রফেসর আমানুল্লাহ জানান, উচ্চশিক্ষার উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি সিসিএনওয়াই অ্যালামনাইয়ের প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগে আধুনিক ল্যাব প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ও দ্রুত অ্যালামনাই সংগঠন গঠন করবে বলে জানান তিনি, যা দেশের উচ্চশিক্ষায় বড় অবদান রাখবে।