শিশুর অন্ধত্ব প্রতিরোধে চোখের দৃশ্যমান ত্রুটি নির্ণয়ে পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সাথে জার্মান এনজিও সংস্থা ‘কাকস্’ ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের নতুন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় হাসপাতালের ইমরান সেমিনার হলে কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের একাডেমিক কর্ডিনেটর অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. সোমা রানী রায়। দৃশ্যমান চোখের ত্রুটি নির্ণয়ের বিভিন্ন দিক তুলে ধরেন চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গনি চৌধুরী ও শিশু বিশেষজ্ঞ ডা. অনন্যা সিন্হা। এতে প্রশিক্ষণ নেন প্রকল্প সংশ্লিষ্ট হাসপাতালের ১৬ জন জুনিয়র চক্ষু বিশেষজ্ঞ। বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান এরশাদুল মোস্তফা, প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন, রোটারি ক্লাব অব চিটাগাং ইমপেরিয়ালের ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. তাহমিনা, ডা. জেসমিন আক্তার, ডা. ইফতেখার শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন, ফিল্ড সুপার ভাইজার বোরহান উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা এসকান্দার হোসেন ওয়াসিম প্রমুখ।