‘প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন, চক্রটি জাগিয়ে তুলুন, সংগঠিত অপরাধ বন্ধ করুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সালমা খাতুন। সঞ্চালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর, মোঃ আবু বকর সিদ্দীক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি), গাজীপুর, আহমেদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন, গাজীপুর, ডাঃ মোঃ মামুনুর রহমান।

বক্তারা বলেন, মাদক একটি ভয়ংকর সামাজিক ব্যাধি, যার প্রভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতাদের এগিয়ে আসা জরুরি। তরুণ সমাজকে এই ভয়ংকর ফাঁদ থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।