নাটোরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৃথক সচিবালয় গঠন ও বিচারবিভাগীয় কর্মচারীর স্বীকৃতি পদোন্নতি সহ দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীরা এসোসিয়েশন নাটোর জেলা শাখা ।

সোমবার সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নাটোর জর্জ কোর্টের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করে জেলা বিচার বিভাগীয় কর্মচারী বৃন্দ।

এ সময় দুই দফা দাবী আদায়ের পক্ষে বক্তব্যে ও স্লোগান দেন তারা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এই কর্মবিরতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনের সহ সভাপতি মোঃ মনি হোসেন, সেক্রেটারী নাজমুল হোসেন, সাংগাঠনিক সম্পাদক হিলফুল ফুজুল, ও উপেদষ্ঠা সোহেল রানা।

পরে কর্মচারীদের এই দাবির সাথে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা। এ দাবি না মানা হলে ভবিষ্যতে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।