হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহাবুল আলম (৩৫) নামে এক হাইচ গাড়ি চালক নিহত হয়েছেন। রোববার ভোররাতে সংঘটিত এ হত্যাকা-কে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার ওয়াপদা গেইট সংলগ্ন জিন্নাহ শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। বিয়েবাড়ির ভাড়া শেষে গাড়ি নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা মাহাবুল আলমকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জেলা কার, মাইক্রো ও জিপ সমিতির সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ রেফার করেন। তবে চমেকে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত মাহাবুল আলম হাটহাজারী পৌরসভার আজিমপাড়া এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল নবীর ছেলে। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে একজন এবং অবিবাহিত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ হত্যাকা-ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার সহকর্মীরা। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাইক্রোবাস ও হাইচ চালক সমিতির নেতাকর্মীরা চট্টগ্রাম–রাঙামাটি সড়কের কলাবাগান এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘœ ঘটে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকা-ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।