রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এবং জেলা প্রশাসকের যৌথ অর্থায়নে ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। ৩০ নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু.সাইদুর রহমান স্বপন, নির্বাচন অফিসার মোঃ হাফিজ উল্লাহ শামিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ ও তারেক শিমুল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
গ্রাম-গঞ্জ-শহর
রামগতিতে ল্যাপটপ শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরের রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।