খুলনার মির্জাপুর রোডে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশনারের কার্যালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী জোট । বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রয়েল মোড় থেকে ব্যানার ও স্লোগানসহ মিছিল শুরু হয়। মিছিলটি মির্জাপুর ও শামসুর রহমান রোড হয়ে সহকারী ভারতীয় হাইকমিশনারের বাসভবন ও কার্যালয়ের দিকে অগ্রসর হয়।

তবে সিভিল সার্জন কার্যালয়ের সামনে যৌথ বাহিনী ব্যারিকেড স্থাপন করে মিছিলকারীদের আটকে দেয়ার চেষ্টা করে। এ সময় তারা ব্যারিকেড ভেঙে সামনে চলে যায়। আরো এগোতে চাইলে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ফলে মিছিলকারীরা কার্যালয়ের কাছাকাছি যেতে পারেননি এবং ওখানেই অবস্থান নেন।

ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যে অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি অপরাধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্দিষ্ট কয়েকটি হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলেন এবং তাদের ফেরত দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, আগামী ২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা এই কর্মসূচিকে বার্তা প্রদান হিসেবে উল্লেখ করেন।

এ সময় সেখানে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি এখনো শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।#