বগা ইউনিয়নসহ বাউফলবাসীর সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পটুয়াখালী-২ বাউফল উপজেলার বগা ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এ অঙ্গীকার করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, ৫৪ বছরের বস্তা পঁচা রাজনীতি বাউফলে আর ফিরতে দেয়া হবে না| তিনি বলেন, জীবন দিব কিন্তু মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দিব না|

bogaschool

১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. মাসুদ বলেন, বগা ইউনিয়ন তথা বাউফলনাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতু| এই সেতু নিয়ে আমি এ পর্যন্ত ৪ বার সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে দেখা করেছি| সেতু নির্মানের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে| সর্বশেষবার উপদেষ্টা আমাকে আশ্বস্থ করেছেন খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে বগা সেতুর কাজ শুরু হবে|

তিনি বলেন নির্বাচিত হলে, বগা ইউনিয়নসহ, আশে পাশের ৪ ইউনিয়নের জনগণের চিকিৎসা সেবার জন্য ২৫ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।

ড. মাসুদ আরও বলেন, বগা বাজার আধুনিক বাজারে রুপান্তরিত করতে বাজার ঘর সংস্কার, আধুনিক পাবলিক টয়লেট, সুপেয় পানির ও ড্রেনেজের ব্যবস্তা করা হবে|

তিনি আরও বলেন, মসজিদ সংস্কার ও পাবলিক কবরস্থান করা হবে|

হিন্দু ভাই-বোনদের জন্য স্মশান নির্মাণ, মন্দির সংস্কার ও নির্মান করা হবে|

তিনি বলেন, বগা থেকে সাবুপোড়া রাস্তাসহ আশ পাশের সমস্ত সংযোগ সড়ক দ্রুত সংস্কার করা হবে|

ড. মাসুদ বলেন, গত ১৫ বছর আমরা ভোট দিতে পারি নাই| এখন, বাউফল কোন ব্যক্তি বা দলের হবে না, বাউফল হবে সাড়ে ৩ লাখ বাউফলবাসীর|

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ, যা উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে জনসমর্থনের শক্ত বার্তা বহন করে।