শীতের শুরু হলেও চট্টগ্রামের বাজারে সবজির দর কমার কোনো লক্ষণ নেই। অন্তত ৩০ প্রকার শাকসবজি ৬০ থেকে ১০০ টাকা, অনেক ক্ষেত্রে তারও বেশি দামে বিক্রি হচ্ছে। আলু, কাঁচাকলা ও পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে আর কোনো সবজি মিলছে না। ফলে নিত্যপণ্যের বাজারে স্বস্তির চেয়ে চাপই বেশি অনুভব করছেন নি¤œ ও মধ্যম আয়ের মানুষ। তবে ডিম ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি মিলেছে। মাছÑমাংস ও মুদিপণ্যের বাজার এখনও আগের মতোই চড়া। গতকাল শুক্রবার নগরীর কাজির দেউড়ি এবং রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সবজির ‘সেঞ্চুরি’: বাজারে শিম ১২০-১৪০ টাকা, ভারতীয় টমেটো ১৪০ টাকা, দেশি টমেটো ও উত্তরবঙ্গের বরবটি ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের লাল আলুর দাম ১৬০ টাকা। কাঁকরোল, দেশি পটল, কালো বেগুন, পেঁয়াজ পাতাÑপ্রতিটি ১২০ টাকা কেজি। চায়না গাজর ১৫০ টাকা। দেশি গাজর, লম্বা-বেগুন, গোল-বেগুন, শালগম, দেশি শসা, ছোট করলা—এসব ১০০ টাকা কেজি। ঢ্যাঁড়স, চিচিঙ্গা, কচুর লতি, কচুরমুখী, লাউ, চালকুমড়া-৮০ টাকা। কাঁচা টমেটো ৭০ টাকা, হাইব্রিড পটল ৬০ টাকা, মূলা ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা।
ফুলকপিÑবাঁধাকপি ৬০-৭০ টাকা। প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, পুরনো দেশি আলু ২৫ টাকা ও পেঁপে ৩৫-৪০ টাকা। কাঁচামরিচ ১০০-১২০ টাকা, ধনেপাতা ২০০-৩৬০ টাকা। বাজারে পাওয়া বিভিন্ন শীতকালীন শাক আঁটি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি ব্যবসায়ীরা জানান, উত্তরবঙ্গ ও দক্ষিণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে সরবরাহ পুরোপুরি শুরু হয়নি। এক মাসের আগে দাম কমার সম্ভাবনা কম।
মুরগি-ডিমে স্বস্তি
বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫৫-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল ডিম প্রতি ডজন ১২০ টাকা।
সাদা ডিম ১২০-১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০-২০০ টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত-৭৫০ থেকে ৯৫০ টাকা। খাসির মাংস ১২০০ টাকা। সোনালি মুরগি ২৯০-৩৩০ টাকা, লেয়ার ৩৪০ টাকা।
পেঁয়াজ-রসুন-আদা: দেশি পেঁয়াজের দাম ১২০ টাকা, নি¤œমানের ছোট পেঁয়াজ ১০০ টাকা এবং বড় জাতের দেশি পেঁয়াজ ১১০ টাকা। দেশি রসুন ১০০-১২০ টাকা, আমদানি করা রসুন ১৬০-১৮০ টাকা এবং আদা ১৬০ টাকা কেজি।
মাছের বাজার অপরিবর্তিত : সামুদ্রিক মৌসুম চলমান হলেও দাম কমেনি। লইট্যা ২০০ টাকা, কোরাল ৭০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা। চিংড়ি (বাগদাÑগলদা) ৭৫০-১২০০ টাকা। চাষের মাছের মধ্যে রুইÑকাতলা ৩৫০-৪৫০ টাকা, পাবদা ছোট ৪০০ টাকা, মাঝারি ৫০০-৬০০ টাকা।
শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, পুঁটি ২০০-২৫০ টাকা, সরপুঁটি ৩০০-৪৫০ টাকা।
তেলাপিয়া ২৫০-৩০০ টাকা, নাইলোটিকা ২২০-২৮০ টাকা, কৈ ২০০-২২০ টাকা এবং পাঙাশ ও সিলভার কার্প ১৮০-২৮০ টাকা।
ইলিশের দামও স্থিরÑদুই কেজির বেশি ওজনেরটি ২৬০০-৩০০০ টাকা, এক কেজির ইলিশ ২২০০-২৫০০ টাকা এবং দেড়শ-দুশ গ্রাম জাটকা ৫০০-৭০০ টাকা।
মুদিপণ্যের বাজারেও ঊর্ধ্বগতি
ছোট মসুর ডাল ১৫০ টাকা, মোটা মসুর ৯০ টাকা, চিনি (খোলা) ৯৫ টাকা।
মুগ ডাল বড় ১৪০, ছোট ১৭০; খেসারি ১০০; বুট ১১৫; ছোলা ১১০; মাষকলাই ১৮০ টাকা কেজি।
প্যাকেট চিনি ১১০ টাকা, সয়াবিন তেল বোতলজাত ১৯৮, খোলা ১৭২ টাকা।
খোলা ঘি ১২৫০ টাকা, কৌটাজাত ১৪৫০-১৫৫০ টাকা।
দুই কেজি প্যাকেট ময়দা ১৩০ টাকা, আটা ১২০-১৩০ টাকা।
সরিষার তেল ২২০ টাকা লিটার।
মসলা বাজারে এলাচ ৪৭৫০, দারুচিনি ৫০০, লবঙ্গ ১২৮০, সাদা গোল মরিচ ১৩৫০ ও কালো গোল মরিচ ১১৮০ টাকা।
চালের বাজার
বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট ৭২-৮৫ টাকা।
নাজিরশাইল ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা, স্বর্ণা ৫৮-৬০ টাকা।
প্যাকেট পোলাও চাল (লালতীর/এসিআই/স্কয়ার) ১৫৫ টাকা এবং খোলা পোলাও ৯০-১৩০ টাকা।