১ এপ্রিল থেকে মধু আহরণের জন্য সুন্দরবনে ঢুকতে মৌওয়ালদের পাশ ইস্যু করবে বন বিভাগ। কাজেই সুন্দরবন থেকে মধ্য আহরণের সময় এখনও ১০দিন বাকি। কিন্তু‘ মৌসুম শুরুর আগেই সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবন থেকে মৌচাক কেটে মধু চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র।
খোঁজ নিয়ে জানা গেছে, এপ্রিল থেকেই সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু। সরকারিভাবে আগামী ১ এপ্রিল থেকে মৌওয়ালদের বনে ঢোকার পাশ (অনুমতিপত্র) দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে চুরি করে মধুর চাক কেটে এনে চড়া দামে লোকালয়ে মধু বিক্রি করা হচ্ছে। চুরি করা ওই মধু বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি দরে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমান সময়ে বনবিভাগ থেকে মাছ ও কাঁকড়া ধরার পাশ নিয়ে জেলেরা যাচ্ছে সুন্দরবনে। মাছ ধরার পাশ নিয়ে জেলের ছদ্ববেশে অনেক মৌওয়ালরা যাচ্ছে সুন্দরবনে। এভাবে অসাধু জেলে-বাওয়ালীরা সুন্দরবনে প্রবেশ করে অপরিপক্ক মৌচাকের মধু আহরণ করছে। ফলে মৌসুম শুরুর আগেই শূন্য হতে চলেছে সাতক্ষীরা রেঞ্জের মধুর মৌচাক। এতে হতাশা প্রকাশ করেছেন প্রকৃত মৌওয়ালরা। সূত্র মতে, কেউ বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে, কেউবা বনবিভাগের অসৎ কর্মকতাদের সাথে যোগসাজশে সুন্দরবনের মৌচাক উজাড় করছে। এসব মধু বিক্রির জন্য মানুষের বিশ্বাস যোগাতে অনলাইনে মৌচাকসহ বিজ্ঞাপন দিতে দেখা গেছে অনেককে।