ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপ পরিচালনার অভিযোগে উঠেছে।বিষয়টি নিয়ে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডির বিবরণী ও অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, এক অজ্ঞাতনামা ব্যক্তি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। ওই প্রতারক তার পরিচিতজনদের কাছে অসহায়ত্বের কথা বলে অর্থ সাহায্যের অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৭৬-১২২১৩৫ এবং সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ লিংকও জিডিতে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক জয়নাল আবেদীন আরও জানিয়েছেন, তিনি বিষয়টি জানতে পেরে ২৭ মার্চ ২০২৫ তারিখ রাত ৮:৩০ ঘটিকার সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্বভ হয়নি।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রতারক যেকোনো সময় তার জান-মালের ক্ষতি করতে পারে এবং তার নাম ব্যবহার করে মিথ্যা অপবাদ কিংবা আপত্তিকর ছবি সম্পাদনা করে সামাজিক মাধ্যমে প্রচার করতে পারে, যা তার ও তার পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে।

তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, পিপিএম-সেবা, জানিয়েছেন যে, অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সদর থানার এসআই মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।