মন্ত্রণালয়ের অনুমোদনের একযুগেও নতুন নামকরণ কার্যকর হয়নি কেসিসির অনেক সড়কের। এ অবস্থায় নতুন করে নগরীর দু’টি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রাষ্ট্রীয় অর্থে নির্মিত দু’টি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। আওয়ামী লীগ জামানায় তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদ ইকবাল বিথারের নামে এ স্থাপনা দু’টির নামকরণ করা হয়। কর্পোরেশনের মাসিক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রাজনৈতিক পট পরিবর্তনের পর মন্ত্রণালয় ফ্যাসিস্টদের নামে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার নামের তথ্য চেয়ে জেলা প্রশাসনের কাছে বার্তা পাঠায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ধরণের স্থাপনার নাম চেয়ে এ বছরের ২১ এপ্রিল কর্পোরেশনে চিঠি পাঠান। যার প্রেক্ষিতে নাম পরিবর্তনের জন্য কেসিসির মাসিক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেরে বাংলা রোডে অবস্থিত ২৬ নম্বর ওয়ার্ডে তালুকদার কমিউনিটি সেন্টারের নাম পরিবর্তন হয়েছে। ২০২৪ সালের ২৫ জুলাই ঢাকায় শহিদ শেখ মো. সাকিব রায়হানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। তিনি নগরীর নবপল্লীর শেখ আজিজুর রহমানের পুত্র। বসুপাড়া কবরখানায় তার দাফন হয়। কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার এক সামাজিক অনুষ্ঠানে শহিদের নামে এ স্থাপনা নামকরণের কথা উল্লেখ করেন।