বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মেট্রো সদর থানা শাখার ২৮ নং ওয়ার্ড মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল নারী গণসমাবেশ। গাজীপুর-২ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্থানীয় হক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজারেরও বেশি নারী ভোটার।
মেট্রো সদর থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাজমা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুরÑ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হোসেন আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর উন্নয়ন, নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের প্রথম অঙ্গীকার। জনগণের ভোটে যদি দায়িত্ব পাই, তবে গাজীপুরের প্রতিটি নারী যেন মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারেÑ সে পরিবেশ তৈরিতে কাজ করবো, ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর-২ আসনের নির্বাচন পরিচালক মো. আফজাল হুসাইন, গাজীপুর সদর মেট্রো সদর থানা আমীর ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মেট্রো সদর থানা সিনিয়র নায়েবে আমীর অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, মহানগর জামায়াতের (মহিলা শাখা) সহকারী সেক্রেটারি নাজমুন নাহার লাভলী, মহানগর মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহানারা ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব গাজী, মহানগরের ২৮নং ওয়ার্ড জামায়াতের আমীর মনির হোসেন খন্দকারসহ মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।
ইসলামপুর (জামালপুর)
জামালপুর ইসলামপুরে বাংলাদেশ জামায়াতের ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জামালপুর ২ ইসলামপুর আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী ড. অধ্যক্ষ মাওঃ ছামিউল হক ফারুকী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সূরা সদস্য ইসলামপুর নির্বাচনী আসন পরিচালক মাওলানা আমজাদ হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি পৌর মেয়র প্রার্থী মো, মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উজ্জ্বল প্রমুখ। সমাবেশে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
আদমদীঘি (বগুড়া)
বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, দীর্ঘ ৫৪ বছরেও দুভার্গ্যজনক ভাবে আমরা দেশ পুনর্গঠন করতে পারিনি। স্বাস্থ্যখাত. শিক্ষা খাতসহ সকল ক্ষেত্রেই যা প্রয়োজন তা আমরা পাচ্ছি না। আমরা আজও বেকার সমস্যা দূর করতে পারিনি। বাধ্য হয়ে কর্মের জন্য বিদেশে যেতে হচ্ছে। দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন. রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। শুধু দল কিংবা নেতা বদল করলেই হবেনা। রাষ্ট্রের সমগ্র সিস্টেমকে পরিবর্তনে আনতে হবে। আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করলে বেকারত্ব দূরসহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখেবেন বলে দাবী করেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জামায়াতে ইসলামী চায় একটি শান্তিপুর্ন ও অবাধ নির্বাচন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদুল্লাপুর
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুরÑপলাশবাড়ী) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর, ধাপেরহাট, জামালপুর, রসুলপুর, কামারপাড়া, নলডাঙ্গা, বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নে গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।
গণসংযোগকালে তিনি বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, ‘শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করবো, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে নীতি-নির্ভর প্রশাসন, ন্যায্য মজুরি এবং হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষেরা তাদের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরলে তিনি তা সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি, টিম সদস্য এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুড়ী (মৌলভীবাজার)
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাগরনাল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বড়লেখা-জুড়ী সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি জনসেবাকে ইবাদত মনে করি। আমি আপনাদের নেতা নই, বরং খাদেম হিসেবে পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার আহ্বান জানাই।’
শান্তিগঞ্জ
শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শান্তিগঞ্জের পাগলা বাজারের বিভিন্ন গলি ও বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও নিজের নির্বাচনী ইশতেহার ও জীবন বৃত্তান্ত সম্পর্কিত লিফলেট বিতরণ করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। গনসংযোগকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু,শের আলম শিশু, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা বিএনপি নেতা জমিল মিয়া, শহীদুজ্জামান শহীদ, মোজাহিদ খান, আব্দুল ওয়াকিব, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, উপজেলা জাসাসের সদস্য বাবুল আহমদ ফাত্তাহ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ, শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোর্শেদ আহম রিদয়, আলম, মিনহাজ, জিসান, সাজু, নাইম, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা।
গাইবান্ধা
গোবিন্দগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী সাবেক জেলা আমীর জননেতা ডা. আব্দুর রহিম সরকার সম্প্রতি দিনব্যাপী উপজেলার নাকাইহাট এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগ করেন। এসময় স্থানীয় উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় হলদিপোতায় শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বক্কার সিদ্দিক।
বিকাল ৩ টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের হলদিপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগর, সড়ক প্রদক্ষিণ করে যদুয়ারডাঙ্গা গিয়ে শেষ হয়। শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। এ সময় পুরো এলাকাটি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
অভয়নগর (যশোর)
যশোর-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে নির্বাচনী জনসভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিল্পনগরী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌর বিএনপির সহসভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
সমাবেশে বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন লিপু, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, বিএনপি নেতা এস এম মুজিবুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু, অভয়নগর থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু, থানা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা, সদস্যসচিব আল মামুন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা ও যুবদল নেতা আতাউর রহমান।