জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯.০০ ঘটিকায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেশের গান, কবিতা আবৃত্তি, শিশুতোষ অভিনয়, শিশু অধিকার সম্পকৃত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং মায়ের কাছে চিঠি প্রতিযোগিতার লেখা জমা নেওয়া হয়। ফুলকুঁড়ি আসর পঞ্চগড়ের এ আয়োজনে পঞ্চগড় শহরের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শাখা সহকারী পরিচালক আহনাফ তাহমিদের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মাহমুদুল হাসান মুন, ফুলকুঁড়ি আসর পঞ্চগড়ের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক ও শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক আমিনুর রহমান, প্রাক্তন পরিচালক হাবিবুর রহমান শাওন, শাখা পরিচালক রাদিয়াত ইসলাম, পঞ্চগড়ের স্থানীয় শিল্পীগোষ্ঠীর পরিচালক ও আরোও উপস্থিত ছিলেন শাখার সংগঠকবৃন্দ।

ফুলকুঁড়ি আসরের পাঁচটি বিভাগীয় কর্মসূচির মধ্যে একটি হচ্ছে সাংস্কৃতিক বিভাগ। এবিভাগের কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী ঘীরে ফুলকুঁড়ি আসর শিশুকিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের যাত্রায় এরকম একঝাঁক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও আরোও অনেক প্রতিযোগিতা গতমাসে সম্পন্ন হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো - মাইন্ড ম্যারাথন, গল্প বলা প্রতিযোগিতায়, বাগান তৈরি প্রতিযোগিতা ইত্যাদি। প্রতিযোগিতায় উপস্থিত শিশুকিশোরদের মনমুগ্ধকর পরিবেশনায় সফলভাবে সম্পন্ন হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা।