অভিযোগ গুলীবিদ্ধ যুবকের
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।
রোববার (১০ আগস্ট) দুপুরে ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে নাছির মোল্লা বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
মোটরসাইকেল উদ্ধার
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি মোটরসাইকেলসহ ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের ভারতীয় দানাদার রূপোসহ চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান গোপন খবরে জানতে পারেন,চোরাকারবারীরা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারতে রূপো পাচার করবে।
মাসের বেতন গায়েব
কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোরের কেশবপুর সরকারি খাদ্য গুদামে মাষ্টার রোলে চাকরি করা ঝাড়ু দার দেবলা দাসির ১০ মাসের বেতন গায়েব হয়ে গেছে । কোথায় গেল এই বেতনের টাকা তার কোন হদিস নেই সংশ্লিষ্ট অফিসে। সংশ্লিষ্ট অফিস সুত্রে জানা গেছে, গত ১০ মাস যাবত ফান্ড না থাকায় তাকে দুর্ভোগের মধ্যে চাকরি করতে হয়েছে।
সরকারি ভাবে ফান্ড চালু হওয়ার পর গুদাম কর্মকর্তা তার নাম বেতনশীটে পাঠালেও তার ভাগ্যে বেতন মেলেনি। তার নামে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করে নেয়া হয়েছে। তার বেতনের টাকা গেল কোথায়? দেবলাদাসি জানান,স্বামী দুলাল মন্ডলের মৃত্যুর পর থেকে তিনি গোডাউনে কাজ করে আসছেন, তার কোন সন্তান নাই। তিনি তার প্রাপ্য বেতন না পেলে কি ভাবে জীবন চালাবেন,তিনি কোথায় যাবেন। এ বিষয়ে উদ্বর্তন কতৃপক্ষের সদয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
পাঁচ লক্ষ টাকা জরিমানা
কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার-সহ নানা অনিয়মের দায়ে খাদ্য প্রস্তুতকারী ও বিক্রেতা পাঁচটি প্রতিষ্ঠানকে মোট পাঁচলাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
গত শনিবার দিনব্যাপী জেলা সদরে পরিচালিত অভিযানকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এ জরিমানা করেন।
মব সৃষ্টি করে ভাংচুর লুটপাট
ধুনট সংবাদদাতা: বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে ভাংচুর, লুটপাট ও অবরুদ্ধসহ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার নিমগাছী ইউনিয়নের পীরাপাট গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শহিদুল ইসলাম সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করেন।
পুত্রবধূর আঘাতে শ্বশুর আহত
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামদাসপুরে পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূর লাঠিসোটা ও ইটের আঘাতে শ্বশুর গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতের নাম আব্দুল বারেক বেপারী (৬৫)। এ বিষয়ে আব্দুল বারের বেপারী বাদী হয়ে পুত্রবধূ লাকি বেগমের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।