জামায়াতের বৃহত্তর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম বলেছেন আপনারা আমাদের পাশে থাকলে কুরআন শাসন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ--তিনি গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে শুক্রবার হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে উপরোক্ত কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার-এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক, ব্যবসায়ীগণসহ উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মন্ডল, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজসহ উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, জেলা শিবির সেক্রেটারি শাওন হোসাইনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
মাওলানা আব্দুল হাকিম বলেন, গাজা সবসময় অপরাজেয়। কারণ, গাজাবাসীরা কুরআনের সঙ্গী ও কুরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই নিজ মাতৃভূমিতে বসবাস করছে। তাদেরকে জন্মভূমি ত্যাগ করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদান করা হলেও আল্লাহর ফয়সালার অপেক্ষায় সেখানেই রয়ে গেছেন। মূলত, বিশ্বের সকল মা-ই জন্ম দেন সন্তান। কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে জায়নবাদীরা একদিন পরাভূত হবে। তাই এ নির্মমতা দেখে কারো পক্ষে বসে থাকার সুযোগ নেই বরং যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই এসব মজলুম ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে। পবিত্র এ মাহে রমযান মাসে আল্লাহ ভয় এবং তালিম নিয়ে বিপন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।