ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে ‘স্বামী-স্ত্রী’ এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ‘ভাই-বোন’ প্রার্থিতা সামনে এসেছে। নাটোর-২ আসনে সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা ও দলীয় প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) ও গত দুই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানকারি তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন (ছবি)। অন্যদিকে নাটোর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারজানা শারিমন পুতুল। তিনি মনোয়নপত্র জমা দেয়ার পর অপর মনোনয়ন প্রত্যাশী তার আপন বড়ভাই লালপুর থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইয়াসির আরশাদ রাজন। নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নাটোর-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ফারজানা শারমিন পুতুল লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন। একই দিন বিকেলে তার বড় ভাই মোহাম্মদ ইয়াসির আরশাদ একই কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাদের উভয়ের সঙ্গে নিজেদের অনুসারী বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে ফারজানা শারমিন উপস্থিত নেতা-কর্মী ও গণ মাধ্যমকর্মীদের বলেন, লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে যোগ্য বিবেচনা করেই দল তাকে মনোনয়ন দিয়েছে।