ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিল, বিদ্যালয় মাঠে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ, অডিটোরিয়াম ব্যবসায়িক কাজে ব্যবহার বন্ধ এবং কালচারাল ও স্পোর্টস ক্লাব গঠনসহ ৪ দফা দাবিতে মানব বন্ধন এবং স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করেছে রংপুর জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন ।
“শিক্ষার নামে প্রহসন নয়, চাই পুরনো ভর্তি পরীক্ষা পদ্ধতির পুনঃবহাল” শ্লোগানকে সামনে রেখে রংপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা এসব দাবিতে মানব বন্ধন করে। পরে একটি মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে ৪ দফা দাবি সংবলিত স্মারক লিপি প্রদান করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রংপুর জিলা স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আগে এখানে মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নেয় হতো। বর্তমানে কয়েক বছর ধরে লটারি পদ্ধতির কারণে মেধার মূল্যায়ন ব্যহত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানে মেধাবীদের অভাবে ঐতিহ্য নষ্ট হচ্ছে। দ্রুত এই লটারি প্রথা বাতিল করে পূর্বের প্রতিযোগিতা মুলক ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনঃচালু করতে হবে। শিক্ষার্থীরা বলেন, “জিলা স্কুল হচ্ছে মেধাবীদের মিলন মেলা। লটারির মাধ্যমে ভর্তি হলে মেধার বিচার হয়না। এজন্য আমাদের দাবি, আগের মতো পরীক্ষা নিয়ে মেধাবীদের ভর্তি করতে হবে। শিক্ষার্থীরা বলেন, “আমাদের স্কুল মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক সমাবেশ ও মেলার আয়োজন করা হয়,এতে মাঠ নষ্ট হয়। খেলাধুলার সমস্যা ছাড়াও পড়াশোনায় বিঘœ ঘটে। আমাদের অডিটোরিয়াম প্রাইভেট কোচিং ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, কর্তৃপক্ষ দ্রুত দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ না গ্রহন করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”
এ বিষয়ে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসে, এ বিষয়ে আমাদের এখতিয়ার নেই। মাঠ ও অডিটোরিয়াম ব্যবহারের বিষয় গুলো জেলা প্রশাসকের অধীন। তিনি চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।”