সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুরÑপলাশবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানার নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২৩ নভেম্বর) সকালে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী লেবু মাওলানা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনের অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালক আব্দুর রউফ সরকার, জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আবুল বাশার, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এসএম সামিউল্লাহ সলিলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।