লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাষনের উদ্দ্যোগে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লৌহজং উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাষক ফাতেমা-তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান খন্দকার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ মোর্তজা আহসান এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রিন্সেস হাফেজা জামাল হেলালী। এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সাংবাদিকরা এবং স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতার আয়োজকরা জানান, কোয়ার্টার ফাইনালের নক আউট পদ্ধতিতে চারটি গ্রুপে মোট ৩২টি দল অংশ নেবে। উদ্বোধনী দিনে ‘সি’ গ্রুপ থেকে ৮টি দল ও ‘ডি’ গ্রুপ থেকে ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাছাই প্রক্রিয়ায় চারটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল।
বাছাই প্রক্রিয়ায় চারটি গ্রুপের মোট আটটি দল মূল পর্বে অংশগ্রহণ করেন। তন্মধ্যে গ্রুপ এ থেকে দক্ষিণ মেদেনীমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রুপ বি থেকে দিঘলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রুপ সি থেকে হলদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় এবং গ্রুড ডি থেকে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় চূড়ান্ত বিজয়ী হয়।