ফেনী সংবাদদাতা : ফেনীতে গতকাল শনিবার মাদরাসাপ্রধান ও অন্য শিক্ষকদের সাথে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও ফালাহিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন তানজিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখেন, পরশুরাম সুবার বাজার ফাজিল মাদরাসার সহ-অধ্যাপক মাওলানা নূর মোহাম্মদ, প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সোনাগাজী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, বসুরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ, ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা খন্দকার মাইনুদ্দিন, লক্ষ্মীপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস প্রমুখ। ফেনীর একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান বলেন, মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদেরকে বর্তমান ডিজিটাল যুগের চাহিদা পূরণের যোগ্যতা সম্পন্ন করে তৈরি করতে হবে। সেজন্য শিক্ষকগণকে সে যোগ্যতা অর্জন করতে হবে। তা না হলে মাদরাসা শিক্ষা পিছিয়ে থাকবে। তিনি বলেন, বিগত জালিম সরকার একটা ধারণা তৈরি করে দিয়ে গেছে যে, মাদরাসায় জঙ্গি তৈরি হয়, মাদরাসায় পড়লে কোন লাভ হবে না, কোথাও চাকরি পাবে না। ফলে আশঙ্কা জনক হারে মাদরাসায় ছাত্র কমে গেছে। এর থেকে উত্তরণের উপায়, মাদরাসা শিক্ষাকে মানসম্মত, ক্লাস কে আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মুফতি ফারুক আহমাদ বলেন,আমাদেরকে হতাশ হলে চলবেনা। আজকে মাদরাসা গুলোতে ছাত্রছাত্রী কমে যাওয়ার দায় আমাদেরও কম নয়। প্রস্তুতিহীন দায়সারা পাঠদান করলে ছাত্র কখনো বাড়বেনা।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া নুরুল হক একই দিন শহরের তাজকিয়াতুল উম্মাহ মাদরাসাটি পরিদর্শন করেন।তিনি মাদরাসার শ্রেণিকক্ষ, হাজিরা খাতা, বিভিন্ন রেজিস্টার ইত্যাদি দেখে সন্তোষ প্রকাশ করেন।