চট্টগ্রামের লোহাগাড়ায় মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৯টায় পদুয়া হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। নামাজের জানাযায় ইমামতি করেন মরহুমের জামাতা ও বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।
জানাযায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ। মরহুম আবুল কালামের ইন্তিকালে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।