চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আগ্রাবাদ এলাকায় বক্স কালভার্ট উন্মুক্ত করে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ সোমবার দুপুরে হোটেল এমব্রোশিয়ার বিপরীতে বিদ্যুৎ ভবনের সামনের অংশে এই কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতা কমিয়ে আনতে কাজ করছি। সম্প্রতি ১৯০ থেকে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হলেও পূর্বের তুলনায় জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পেয়েছে। মহান আল্লাহর রহমতে আমরা ইতিবাচক ফল পাচ্ছি।
মেয়র আরও বলেন, ১৯৯৮ সালে নির্মিত বক্স কালভার্টটি তৎকালীন সরকার অপরিকল্পিতভাবে নির্মাণ করেছিল। কালভার্টটি পরিষ্কার করার জন্য কোন ধরনের ব্যবস্থা রাখা হয়নি। আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে দীর্ঘদিন ধরে বক্স কালভার্টে কোনো মেরামত বা পরিষ্কার কার্যক্রম হয়নি। যার কারণে আজকে প্রায় ২৭ বছর পরে বক্স কালভার্ট, লালমিয়া৷ ছড়া, নাসিরখাল খাল খনন ও সংস্কার প্রকল্প আমরা হাত নিয়েছি । চসিকের অর্থায়নে এই প্রকল্পে নৌবাহিনী কাজ করছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এখানে বিষাক্ত গ্যাস এবং গ্যাসলাইন রয়েছে। ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করে কাজ পরিচালিত হচ্ছে।